Bangladesh Pratidin

প্রকাশ : ২৫ ডিসেম্বর, ২০১৭ ১৫:১০ অনলাইন ভার্সন
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৭ ১৫:৩৩
মানব পাচারের অভিযোগে মালয়েশিয়ায় নির্মাতা অনন্য মামুন আটক
নিজস্ব প্রতিবেদক ও মালয়েশিয়া প্রতিনিধি:
মানব পাচারের অভিযোগে মালয়েশিয়ায় নির্মাতা অনন্য মামুন আটক

সাংস্কৃতিক অনুষ্ঠানের সাইনবোর্ডে মানব পাচারের অভিযোগে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুনকে আটক করেছে মালয়েশিয়ান পুলিশ।

স্থানীয় সময় রবিবার দিবাগত রাতে কুয়ালালামপুরের একটি হোটেল থেকে তাকে আটক করা হয়। বর্তমানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে। 

সোমবার দুপুরে মালয়েশিয়ার বাংলাদেশি কমিউনিটির একজন অভিবাসী বাংলাদেশ প্রতিদিনকে এই তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে এই অভিবাসী আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতেই তাকে আটক করা হয়। পুলিশ কর্তৃক মামুনের আটক হওয়ার খবরটি ছড়িয়ে পড়ার পর ওই সাংস্কৃতিক টিমের সদস্য শিল্পী ও কলাকুশলীদের মাঝে চরম আতংক বিরাজ করছে। ঘটনার বিষয়টি আঁঁচ করতে পেরে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে বাংলাদেশের মালয়েশিয়ান অভিবাসীদের মাঝেও। সেখানকার কয়েকজন অভিবাসী ক্ষোভের সাথে এই প্রতিবেদককে জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে মানব পাচারে মালয়েশিয়ার জনগণ ও সেদেশের সরকারের কাছে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন হচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত অনন্য মামুন মালয়েশিয়ান পুলিশের হেফাজতে রয়েছেন।

প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর রাতে কুয়ালালামপুরের উজমা এম সি মিলনায়তনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কালচারাল নাইট নামের ওই অনুষ্ঠান। 

বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর, ২০১৭/মাহবুব

 

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow