বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

আল-জাজিরার তিন সাংবাদিক আটক

আল-জাজিরার তিন সাংবাদিক আটক

অবৈধভাবে ক্ষুদে ড্রোন ওড়ানোর অভিযোগে আল-জাজিরার তিন সাংবাদিককে আটক করেছে প্যারিসের পুলিশ। বুধবার প্যারিসের পশ্চিম প্রান্তের বস দে বালন নামের একটি পার্ক থেকে তাদের আটক করে পুলিশ। তবে আটক সাংবাদিকদের নাম প্রকাশ করা হয়নি।

আটককৃত সাংবাদিকদের একজন ড্রোনটি ওড়াচ্ছিলেন, একজন তা ক্যামেরায় ধারণ করছিলেন এবং অপরজন দেখছিলেন।

এদিকে, অভিযুক্ত সাংবাদিকেরা প্যারিসে রহস্যময় ড্রোনের ওড়াউড়ি নিয়ে প্রতিবেদন তৈরি করতে ভিডিও করছিলেন বলে দাবি করেছে সংবাদ সংস্থা আল-জাজিরা।

প্যারিসে অনুমোদন ছাড়া এরকম ক্ষুদে ড্রোন ওড়ানো বেআইনি বলে বিবেচিত হয়। এছাড়াও প্যারিসের আকাশে ভূমি থেকে ছয় হাজার মিটারের মধ্যে যেকোনো ধরনের আকাশযান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।
 

 

বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা

সর্বশেষ খবর