১৫ ডিসেম্বর, ২০১৭ ১৩:৩৪

কুয়েতে শেরে বাংলার জন্মবার্ষিকী পালিত

মঈন উদ্দিন সরকার সুমন

কুয়েতে শেরে বাংলার জন্মবার্ষিকী পালিত

কুয়েতে শেরে বাংলা এ.কে. ফজলুল হকের ১৪৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে শেরে বাংলা স্মৃতি পরিষদের কুয়েত শাখা। বৃহস্পতিবার রাতে কুয়েত সিটির ক্লাসিক প্যারাগন রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কোরবান আলী ও যুগ্ম সম্পাদক ইদ্রিস খান।

সংগঠনের সভাপতি আলহাজ্ব নাছির হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক ফয়েজ কামাল, দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, আনোয়ার হোসেন, বরিশাল বিভাগীয় পরিষদের সভাপতি কামাল হোসেন, জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ  আলী হাজী, সংগঠনের উপদেষ্টা আল আমিন চৌধুরী স্বপন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মিনালসহ আরও অনেকে।

বাংলার এই মহান ব্যক্তির স্মরণে 'স্মরণ শিখা' নামের একটি স্যুভেনির প্রকাশ করে সংগঠনের নেতৃবৃন্দ। শেরে বাংলা এ.কে. ফজলুল হকের জীবনী নিয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও প্রবাসী বাঙালিরা উপস্থিত ছিলেন।
 
বিডি প্রতিদিন/১৫ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর