শিরোনাম
২৮ ডিসেম্বর, ২০১৭ ১৩:২৩

বাহরাইনের মানামা সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

একরামুল হক( টিটু) বাহরাইন:

বাহরাইনের মানামা সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

বাহরাইনের মানামা সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮ টায় মানামার শেখ আব্দুল্লাহ ও আল শাসা রাস্তার মোড়ে ডেলমন ভবনের পাশে একটি ইমিটেশন জুয়েলারি দোকানের উপরের তলা থেকে অগ্নিপাতের সুত্রপাত হয়।

সকাল থেকে স্থানীয় ধমকল বাহিনীর ১৩টি গাড়িও পুলিশ সহ ৪৯ জন কর্মী প্রায় ৬ ঘন্টা ধরে চেষ্টা করেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। অবশেষে হেলিকপ্টার যোগ দিয়েছে তাতে।

জুয়েলারির ওই দোকানে আগুন লেগে ছড়িয়ে পড়ে শহরের অন্যান্য দোকানপাট ও প্ল্যাটে।

স্থানীয় ব্যাবসায়ী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভারত পাকিস্তান ও বাংলাদেশিদের এ পর্যন্ত অসংখ্য দোকাপাট ও বাসস্থান পুড়ে ছাঁই হলেও কোন অগ্নিদগ্ধ কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয় ক্ষতির পরিমাণও জানা যায়নি। 

তবে ধমকল বাহিনীর দাবি শিগ্রই আগুন নিয়ন্ত্রণে আসবে। তাতে আরো কিছু সময় লাগতে পারে।ধারনা করা হচ্ছে জুয়েলারি দোকানের উপরে থাকার রোমের এসির বৈদ্যুতিক সংযোগের তার থেকে এ অগ্নি কাণ্ড ঘটে।

বিডিপ্রতিদিন/ ২৮ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর