২ জানুয়ারি, ২০১৮ ২২:২১

কাতারে বাংলাদেশ স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই

আমিনুল ইসলাম, কাতার:

কাতারে বাংলাদেশ স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বাংলাদেশি ব্যবস্থাপনায় পরিচালিত বাংলাদেশ এম.এইচ.এম. স্কুল এন্ড কলেজে ২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। সোমবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বই বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে খুশির জোয়ারে ভাসে শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ জসিম উদ্দীন সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন কাতারে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আসুদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

এসময় রাষ্ট্রদূত বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের ধন্যবাদ জানান। সম্প্রতি নিজস্ব স্কুল ভবন নির্মাণের পর প্রথম বোর্ড পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। আগামীতে বিদ্যালয়ে শিক্ষার মান আরো উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্রাস দেন।


বিডি প্রতিদিন/২ জানুয়ারি ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর