আন্দোলনকারীদের হটিয়ে পুরো গুলিস্তান এলাকা নিজেদের দখলে নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা খন্ড খন্ড ভাগে ভাগ হয়ে গোলাপ শাহ মাজার, পাতাল মার্কেট, বঙ্গবন্ধু স্টেডিয়াম গেট, ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্ট সহ আশপাশের একালা নিয়ন্ত্রনে নেন। এসময় আওয়ামী লীগ নেতাদের শান্তিপূর্ণভাবে অবস্থান করা দেখা গেছে।
এর আগে, আজ রবিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার চেষ্টা করেন আন্দোলনকারীরা। সকাল ১১টা ৪০ মিনিটে দিকে গোলাপ শাহ মাজারের সামনে থেকে হামলার চেষ্টা করেন তারা। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে তারা পিছু হটে। এরপরই কেন্দ্রীয় কার্যালয়ের দুইপাশের রাস্তাসহ পুরো গুলিস্তান এলাকা নিয়ন্ত্রণে নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ