রাজধানীর লালবাগে হিন্দু ধর্মালম্বী বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও তাদের ধর্মীয় উপাসনালয় রক্ষায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে লালবাগের শেখ সাহেব বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ। এ সময় বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কমিশনার মীর আশরাফ আলী আজমসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেন, বর্তমান পরিস্থিতিতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে তা কোনোভাবেই আমাদের প্রত্যাশিত নয়। নাগরিক হিসেবেই আমাদের প্রত্যেকের মর্যাদা অধিকার সমান। সুতরাং আমাদের এই দৃষ্টিকোন থেকে ভূমিকা রাখতে হবে। আমরা একইসাথে চলাচল করি একই বাজার থেকে বাজার করি, আমরা একই সমাজের লোক এটা ভুলে গেলে চলবে না।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন