ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিজয় নস্যাৎ করতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
রবিবার বিকালে ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় নেতৃবৃন্দের যৌথ সভায় এ মন্তব্য করেন তিনি।
এমরান সালেহ প্রিন্স বলেন, গণঅভ্যুত্থানের বিজয় নস্যাৎ করতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে। সকলের সম্মিলিত প্রয়াসে ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। ভারত সরকারের তত্ত্বাবধানে থেকে কিভাবে শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনের বিজয় নস্যাতের ষড়যন্ত্র করছে, এ বিষয়ে ভারত সরকারের বক্তব্য জাতি জানতে চায়।
নেতাকর্মীদের প্রতি নিজ নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপির ওপর দায় চাপিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বিএনপির নাম ব্যবহার করে কেউ অঘটন ঘটালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এড. ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক, নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আমজাদ আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত