বাংলাদেশে সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার নিয়ে যেসব কথা বলছেন, এটা একটা চক্রান্ত জানিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরব বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই। তিনি বলেন, বাংলাদেশ থেকে সকল বৈষম্য আমরা নিরসন করবো।
শনিবার রাজধানীর কাফরুলে একটি মন্দির পরিদর্শনকালে হিন্দু সম্প্রাদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ তাদের বাক-স্বাধীনতা ফিরে পেয়েছে। স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশের সুযোগ পেয়েছে। ভারতে পালিয়ে গিয়েও স্বৈরাচার হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশে সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার নিয়ে যেসব কথা বলছেন, এটা একটা চক্রান্ত। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই, আমরা সকলে মিলে-মিশে থাকবো, আমাদের মধ্যে কোন বৈষম্য থাকবে না।
আকরাম হোসেন বাবুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি রুহুল আমিন আকিলসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত