বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত ইসলামী আন্দোলন বন্যার্তদের পাশে থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক বার্তায় সংগঠনটি জানায়, বন্যার্ত ১১টি জেলায় ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি জেনারেল খলিলুর রহমানের নেতৃত্বে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় ত্রাণ তৎপরতা চলমান রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এইচএম রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা মো. বেলাল হোসাইন প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ