রাজধানীর উত্তরার ৬ নং সেক্টরের একটি মিলনায়তনে বিমানবন্দর থানা এলডিপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর এলডিপির সভাপতি রিয়াসাদ উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল। বিশেষ অতিথি ছিলেন এলডিপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ মাহবুবুর রহমান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক কবির উদ্দিন, ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, সহসভাপতি মাহবুব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নিয়ামুল কবির হীরা ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাসানুজ্জামান হাসানসহ প্রমূখ।
বক্তব্য শেষে উপস্থিত নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে বিমানবন্দর থানা এলডিপির সভাপতি নির্বাচিত হন বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা ইমাম আলী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন তোফাজ্জল হোসেন পলাশ। অবশিষ্ট পদ কণ্ঠভোটে নির্বাচিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাবির সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর উত্তর এলডিপির সহ সভাপতি নূরে আলম।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন