যারা দলের হুকুম ও সিদ্ধান্ত মানবে না তারা দলের লোক নয় বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেছেন, কোনো রকমের চাঁদাবাজি, দখলদারি, অত্যাচার-নিপীড়নের মধ্যে যুক্ত হবেন না।
আজ সোমবার চট্টগ্রাম নগরীর সেনা কল্যাণ অডিটোরিয়ামে এক যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাধীনতার মূল চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের নতুন পথযাত্রায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিক-নির্দেশনামূলক এই যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়।
যুবদলের সাধারণ সম্পাদক বলেন, আপনারা দেখেছেন জুলাই-আগস্টের বিপ্লবে কীভাবে আমাদের সন্তানদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এই আন্দোলন ছিল অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সেই আন্দোলনে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের অনুরোধ করব চলমান পরিস্থিতে আমাদের শৃঙ্খলায় থাকতে হবে, শান্তিতে থাকতে হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ