জিয়া পরিবার এবং সব বিএনপি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা কেন প্রত্যাহার হচ্ছে না তা সরকারের কাছে প্রশ্ন রেখেছেন কৃষক দলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাবেক এমপি মোশারফ হোসেন।
তিনি বলেন, জিয়া পরিবার এবং সব বিএনপি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত একটি নির্বাচন দিয়ে দেশকে কলঙ্কমুক্ত করতে হবে।
আজ বৃহস্পতিবার জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কুমিল্লার বুড়িচং উপজেলায় বন্যার্তদের মাঝে রবি শস্য বীজ, সবজির চারা ও ধানের চারা বিতরণকালে তিনি এসব কথা বলেন।
কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, গত ১৬/১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নানা অত্যাচার সহ্য করেও বিএনপি জনগণের সকল বিপদ আপদে পাশে ছিল, আগামীতেও থাকবে। অন্যদিকে, এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশকে ধ্বংস করে দিয়েছে স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী সরকার। অথচ মাত্র দুই কোটি টাকার জন্য আমাদের নেত্রীকে জেলে পাঠানো হয়েছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। এসময় কুমিল্লা দক্ষিণ জেলা সদস্য সচিব জসিম উদ্দিন, মোস্তফা জামান, কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম মামুনুর রশিদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শামসুর রহমান সামস এবং কুমিল্লা মহানগর উত্তর ও দক্ষিণ কৃষকদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত