বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সব ধর্মের যে মিলন এটি যেনো কেউ বিনষ্ট করতে না পারে সেই বিষয়ে সজাগ থাকতে হবে। সম্প্রীতির জাগ্রত চেতনাকে বিভাজন করা যাবে না।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূর্জা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, শুধু মাত্র কতৃর্ত্ববাদী শাসন দীর্ঘায়িত করতে বিভাজনের রাজনীতি করেছে বিগত সরকার। সম্প্রীতির আনন্দের মধ্যে যারা বিভেদ তৈরি করছে তারা রাজনৈতিক উদ্দেশ্যে এমনটা করছে।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দুর্গাপূজার উৎসবকে আরও আনন্দদায়ক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের সহায় হবেন।
রিজভী আরও বলেন, শতাব্দীর প্রাচীন এই উৎসব যুগ যুগ ধরে হয়ে আসছে। এই উৎসবের দরজা কখনো বন্ধ থাকেনি। আমরা এখানে এক একজন একেক ধর্মের হতে পারি। কিন্তু আমরা তো একই ভূখণ্ডের উপরে দাঁড়িয়ে আছি। একই আলো বাতাস জলের মধ্যে অবগাহন করি। এই অবগাহনের মধ্য দিয়ে আমাদের চেতনা জাগ্রত হয়েছে। জাগ্রত চেতনাকে বিভাজনের রেখা দিয়ে বিভক্ত করা যাবে না।
বিডি-প্রতিদিন/শআ