বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আওয়ামী লীগের দুর্নীতিবাজরা দেশে থেকে অস্থিরতা চালাচ্ছে।
শনিবার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশ সত্যের শক্তি’ আয়োজিত নাগরিক সংলাপে তিনি এ কথা বলেন।
ফারুক বলেন, আওয়ামী লীগের দুর্নীতিবাজরা এখনও দেশে আছে। তারাই অস্থিরতা চলছে। সচিবালয় ও প্রশাসন থেকে আওয়ামী লীগের প্রেতাত্মাদের বের করতে না পারলে সফলতা আসবে না।’
তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে দ্রুত একটি সমাধানে আশা উচিত। তা না হলে মানুষের মধ্যে মঈনউদ্দিন-ফখরুদ্দিনের কথা মনে পড়ে যাবে।’
এসময় ভারতের সঙ্গে শেখ হাসিনার সব চুক্তি জনগণের সামনে উন্মোচন করার দাবি জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন