বাংলাদেশ একটি সম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু মুসলমান একই সঙ্গে যুগ যুগ ধরে বসবাস করে।
শারদীয় দুর্গা পূজা চলাকালে দেশের বেশ কয়েকটি স্থানে কিছু দুষ্কৃতকারী সাম্প্রদায়িক ইস্যু তৈরি করতে চেয়েছিল।
রবিবার (১৩ অক্টোবর) বিজয়া দশমীর দিনে মাগুরার মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এ কথা বলেন।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো কিছু লোক ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র করে দেশ পেছনের দিকে নিয়ে যেতে চায়। দেশের মধ্যে বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরে ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি আরও বলেন, এ সব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।
এদিকে মাগুরায় শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা শেষ হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশে প্রতিটা পূজা মণ্ডপে বিএনপি নেতাকর্মী নিরাপত্তায় ছিলেন। মাগুরায় এ বছর প্রায় ৬শ অধিক মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন