ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, ‘দলমত নির্বিশেষে অভ্যুত্থানের কমিটমেন্ট টিকিয়ে রাখার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে।’
আমলাতন্ত্রকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানবিরোধী শক্তি হিসেবে হাজির হবেন না। জনগণ কিন্তু সতর্ক। সবাই খেয়াল রাখছে। আমলাতন্ত্রে ফ্যাসিবাদের দালালেরা এখনো ঘাপটি মেরে আছে। তাদেরকে চিহ্নিত করে অপসারণ করতে হবে।’
আজ শনিবার বিকালে হাতিরঝিল থানা বিএনপির উদ্যোগে মগবাজার টিএন্ডটি মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা ও লিফলেট বিতরণ শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নীরব বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হতে হবে। আপনারা ভুলে যাবেন না আপনারা জনগণের সরকার। আপনাদের কর্মকাণ্ডে অভ্যুত্থানের ছাপ থাকতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করুন। দ্রুত পুলিশকে কাজে বহাল করুন। যারা কাজে ফিরবে না, তাদেরকে পলাতক ঘোষণা করে, তরুণদের পুলিশে ঢোকানোর উদ্যোগ নিন। তরুণরাই পাহারা দেবে আগামীর বাংলাদেশ। জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান এখনো চলমান। এই অভ্যুত্থানকে সফল করতে জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিয়ে দেশ ও রাষ্ট্র পুনর্গঠনে এগিয়ে আসুন।’
তিনি আরও বলেন, ‘আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। দেশনায়ক তারেক রহমানকে সসম্মানে দেশে ফিরিয়ে এনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের মাধ্যমে আমাদের আন্দোলন শেষ হবে।’ তিনি সকল ধরনের ময়লা আবর্জনা পরিষ্কার করে ডেঙ্গুমুক্ত এলাকা গড়ে তোলার জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানান।
হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাবেক ছাত্রনেতা আবুল মনসুর খান দীপক, বিএনপি নেতা মোহাম্মদ আলী, শেখ আমির হোসেন, মনিরুল আলম রাহিমি, সানাউল হক, হুমায়ূন কবির আহমেদ, যুবনেতা মনিরুজ্জামান মনির, মশিউর রহমান সোহান, সাহাব উদ্দিন শিহাব, মেহেদী হাসান মিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/জুনাইদ