৩১ অক্টোবর, ২০১৫ ১১:১৬

হিজাব না পরায় 'ব্যভিচারী' আখ্যা ইরানি মডেলকে

অনলাইন ডেস্ক

হিজাব না পরায় 'ব্যভিচারী' আখ্যা ইরানি  মডেলকে

হিজাব না পরাকে অপরাধ বিবেচনা করে 'ব্যভিচারী' আখ্যা দেয়া হয়েছে ইরানি মডেল সাদাফ তাহেরিয়ানকে। হিজাব না পরে নিজের বেশ কয়েকটি ফটো ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি। আর এ কারণে সাদাফকে 'ব্যভিচারী' আখ্যা দিয়েছে দেশটির সরকার।

ইসলাম ধর্মের বিধান অনুযায়ী মেয়েদের পর্দার অংশ হিজাব। কিন্তু ইরানি মডেল সাদাফ এই হিজাব প্রথার বিরুদ্ধে গিয়ে ইনস্টাগ্রামে হিজান ছাড়া ছবি পোস্ট করেছেন। আর তারপরই তাকে বিতর্কের সামনে পড়তে হয়।  

ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়ের অভিমত, সাদাফ কোনো পশ্চিমা মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়ে হিজাব ছাড়াই ফটো তুলেছেন। এছাড়া ইরানের কোনো মুভিতে এই মডেলকে কাজ করতে না দেয়ার  নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, পুরো ঘটনার জন্য কোনোভাবেই অনুতপ্ত নন সাদাফ। তার বক্তব্য, হিজাব পরা বাধ্যতামূলক নয়। তিনি স্বাধীনভাবে বাঁচতে চান। তার জন্য হিজাব দিয়ে শরীরকে আবৃত করে রাখার কোনও মানেই হয় না। তিনি আরও জানান, আগে তিনি ইরানের যেসব মুভিতে অভিনয় করেছেন তাতে তাকে হিজাব পরতে হয়েছে। আর তা তিনি করেছিলেন নিজের কেরিয়ারের কথা চিন্তা করেই।


বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৫/ রশিদা

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর