২ নভেম্বর, ২০১৫ ১৩:৩৭

৬০ মিটার লম্বা পিৎজা!

অনলাইন ডেস্ক

৬০ মিটার লম্বা পিৎজা!

লাটিন অামেরিকার আর্জেন্টিনায় ৬০ মিটার লম্বা একটি পিৎজা তৈরি করা হয়েছে। এটি তৈরিতে খেটেছেন রাজধানী বুয়েন্স আয়ার্সের একডজন কুক। সেইসঙ্গে তাদেরকে সহায়তা করেছেন আরো একশ'র মতো কর্মচারী। গতকাল ১ নভেম্বর পিৎজাটি তৈরি করা হয়। এটি প্রদর্শের জন্য তৈরি করা হয়নি। বরং পিৎজাটি টুকরো টুকরো করে বিক্রি করা হবে। আর এ থেকে প্রাপ্ত অর্থ দিয়ে একটি তহবিল গঠন করা হবে। তহবিলটি আর্জেন্টিনার একটি সংগঠনকে প্রদান করা হবে। সংগঠনটির নাম 'ডাউন সিনড্রোম অ্যাসোসিয়েশন অব আর্জেন্টাইন রিপাবলিক। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য দেয়।

সূত্র : গ্লোবাল টাইমস


বিডি-প্রতিদিন/২ নভেম্বর ২০১৫/শরীফ

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর