২৮ নভেম্বর, ২০১৫ ০৯:১৬

মগজ চুরি করে বিক্রি!

অনলাইন ডেস্ক

মগজ চুরি করে বিক্রি!

চিকিৎসা জাদুঘরে ঢুকে সংরক্ষণ করা মানুষের মগজ চুরি করে তা আবার রাতারাতি অনলাইনে বিক্রি করে দিলেন বছর তেইশের ডেভিড চার্লস। মার্কিন মুলুকের ইন্ডিয়ানাপোলিসে ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালে। সে বছরের ডিসেম্বরে চার্লসকে গ্রেফতারও করা হয়। সে সময় অপরাধ কবুল করেননি তিনি। তবে দু’বছর বাদে সম্প্রতি ম্যাজিস্ট্রেটের কাছে অপরাধ স্বীকার করেছেন চার্লস। তাঁকে এক বছর গৃহবন্দি থাকার সাজা শুনিয়েছেন ম্যাজিস্ট্রেট।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালে একাধিক বার ইন্ডিয়ানার মেডিকেল হিস্ট্রি মিউজিয়ামে ঢুকে সংরক্ষণ করা বেশ কয়েকটি মানুষের মগজ চুরি করেন চার্লস। চুরি করেন মানবদেহের টিস্যুও। একটি অনলাইন সাইটে ৬০০ ডলার খরচ করে এমনই ছ’টি জারবন্দি মানুষের মগজের অংশ কিনেছিলেন সান দিয়েগোর বাসিন্দা এক ব্যক্তি। কিন্তু চার্লস ধরা পড়লেন কী ভাবে?

ইন্টারনেট ঘেঁটে সান দিয়েগোর ওই ব্যক্তি বুঝতে পারেন তাঁর কেনা মগজের সঙ্গে মেডিকেল হিস্ট্রি মিউজিয়াম থেকে চুরি যাওয়া মগজের মিল রয়েছে। এর পরেই পুলিশে খবর দেন তিনি। ধরা পড়েন চার্লস।

বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৫/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর