২০ জানুয়ারি, ২০১৬ ১৭:৫৭

'ভুয়া ভিক্ষু'তে উদ্বিগ্ন চীন!

অনলাইন ডেস্ক

'ভুয়া ভিক্ষু'তে উদ্বিগ্ন চীন!

'ভুয়া ভিক্ষু' নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন চীন। এদেরকে কিভাবে ঠেকানো যায় এ নিয়ে চিন্তায় রয়েছে দেশটি। এ লক্ষ্যে 'প্রকৃত জীবিত বুদ্ধদের' একটি তালিকা প্রকাশ করেছে দেশটি যাতে করে সহজেই ভুয়া ভিক্ষুেদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করানো যায়। দেশটিতে ভণ্ড বৌদ্ধ ভিক্ষুদের ক্রমাগত বৃদ্ধি এবং ভক্তদের প্রতারিত করে অর্থ হাতিয়ে নেওয়ার প্রেক্ষিতে এ তালিকা প্রকাশ করেছে কমিউনিস্টশাসিত দেশটির সরকার।

৮৭০ জন প্রকৃত ভিক্ষুর তালিকায় তাদের নাম, ছবি ও বাসস্থানের ঠিকানাও যুক্ত করা হয়েছে। চীনের ধর্মমন্ত্রণালয়ের ওয়েবসাইটে  তালিকাটি প্রকাশ করা হয়।

চীনের ধর্মমন্ত্রণালয় জানায়, তিব্বতের বুদ্ধদের নাম ব্যবহার করে ভক্তদের প্রতারিত করে অর্থ হাতিয়ে নেওয়া ভুয়া বৌদ্ধ ভিক্ষুদের ঠেকাতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, চীনের এমন উদ্যোগের সমালোচনা করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টির মতে, তিব্বতের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতেই আধ্যাত্মিক বিষয়ে এ ধরনের পদক্ষেপ নিয়েছে চীনা সরকার। খবর শিনহুয়ার

বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর