২৩ জানুয়ারি, ২০১৬ ০৯:১৬

হারিয়ে যাওয়া প্রেম ফিরে এল ৭০ বছর পর

অনলাইন ডেস্ক

হারিয়ে যাওয়া প্রেম ফিরে এল ৭০ বছর পর

সালটা ১৯৪৪। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনভর্তি ঝুড়ি মাথায় নিয়ে দিন কাটছে পৃথিবীর। তখন সদ্য ২১ পেরিয়েছেন নরউড থমাস। তিনি প্রেমে পড়েছিলেন সপ্তদশী জয়েস মরিসের। যুদ্ধ তাঁদের দূরে সরিয়ে দেয়। এরপর কেটে গেছে ৭২টি বছর। তারপর? হঠাৎ পূণর্মিলন! প্রেম পরিণতি না পেলেও হারিয়ে যাওয়া প্রেমিকাকে খুঁজে পেয়েছেন ৯৩ বছরের থমাস।

অস্ট্রেলিয়ায় নিজের বাড়িতে বসেই ছেলের কাছে বায়না ধরেন ৮৮ বছরের মরিস। অনলাইনে খোঁজ করতে হবে হারিয়ে যাওয়া প্রেমিকের। খুঁজেও পেয়ে যান। মরিসকে খুঁজে পেয়েই তাঁর সঙ্গে দেখা করতে চান থমাস। শুধু এক বার জড়িয়ে ধরবেন। তাঁদের স্বপ্নপূরণে এই সপ্তাহে স্কাইপ কল সেট আপ করেছিলেন থমাসের ছেলে স্টিভেন থমাস ও মরিসের ছেলে রবার্ট মরিস। তারপরই তাঁদের পাশে দাঁড়িয়েছে স্কাইপ। থমাসকে লন্ডন থেকে অস্ট্রেলিয়ার ভার্জিনিয়া আইল্যান্ডে পৌঁছে দিতে ফান্ডরেইজিং ক্যাম্পেইন শুরু হয়েছে স্কাইপে।

কী কথা হয়েছিল দু'জনের? স্কাইপ চ্যাট বলছে-

থমাস: তুমি আমাকে দেখতে পাচ্ছো?

মরিস: না, আমি পরিষ্কার দেখতে পাই না।

থমাস: আচ্ছা, আমি বলছি, আমি হাসছি…

সাত দশক পর মরিসের মুখে 'টমি' ডাক শুনে আপ্লুত হয়ে পড়েন থমাস।

বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর