২৩ জানুয়ারি, ২০১৬ ১০:০০

যৌনসম্পর্কের আগে পুলিশকে জানাতে হবে

অনলাইন ডেস্ক

যৌনসম্পর্কের আগে পুলিশকে জানাতে হবে

কোন নারীর সঙ্গে যৌন সম্পর্কের অন্তত ২৪ ঘন্টা আগে পুলিশকে জানাতে হবে। একই সঙ্গে ওই নারীর নাম, বয়স ও ঠিকানাও জানাতে হবে। ঠাট্টা নয়, আদালতের নির্দেশ। আর এ নির্দেশটি দেওয়া হয়েছে ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া এক ব্রিটিশ নাগরিককে। আর আদেশ না মানলে ওই ব্যক্তিকে পাঁচবছর কারাদণ্ড ভোগ করতে হবে।

নর্থ ইয়র্কশায়ারের নর্থালিরটনের ম্যাজিস্ট্রেট সম্প্রতি এ আদেশ দিয়েছেন।

শুক্রবার প্রকাশিত বিবিসির প্রতিবেদনে আইনগত কারণে ৪০ বছর বয়সী ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

এর আগে ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল। তবে ২০১৫ সালে তিনি অভিযোগ থেকে মুক্তি পান। কারণ তিনি আদালতে প্রমাণ করতে পেরেছেন যে, ওই নারীর সম্মতিতেই তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছিল। তবে ভবিষ্যতে যাতে এ ধরণের অপরাধ সংঘটিত না হয় সেজন্য তার ওপর এই বিধিনিষেধ আরোপ করা হয়।

রায়ে ম্যাজিস্ট্রেট আসামিকে উদ্দেশ করে বলেন, ''আপনাকে অবশ্যই যে কোনো নারীর নাম, ঠিকানা ও জন্ম তারিখসহ পূর্ণ বিবরণ দাখিল করতে হবে। এ সবই করতে হবে যৌনসম্পর্ক স্থাপনের পরিকল্পনার কমপক্ষে ২৪ ঘন্টা আগে।'' আদালত একইসঙ্গে ওই ব্যক্তির ইন্টারনেট এবং মোবাইল ফোন ব্যবহারেও বিধিনিষেধ আরোপ করেছে। বাড়ি পরিবর্তন করতে হলেও আগেভাগে পুলিশকে তা জানাতে হবে।

বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর