২৫ জানুয়ারি, ২০১৬ ১৬:৪৯

এলিয়েনরা আর বেঁচে নেই!

অনলাইন ডেস্ক

এলিয়েনরা আর বেঁচে নেই!

সায়েন্স ফিকশনপ্রেমীদের মধ্যে যারা কম বয়সী তাদের অনেকেই বিশ্বাস করে এলিয়েনের অস্তিত্ব আছে। আর অন্যদের কেউ কেউ ভূত বিশ্বাসের মতোই দ্বিধায় ভোগেন এলিয়েন আছে কি নেই। এলিয়েন নিয়ে বিশেষ করে হলিউডে অসংখ্য ব্যয়বহুল মুভি নির্মিত হয়েছে। 

প্রশ্ন জাগতে পারে এলিয়েনরা আমাদের সৌরজগতেই যদি থাকে, তাহলে আমরা সাধারণ মানুষ এলিয়েনদের দেখা পাই না কেন? এই বিষয়ে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকরা জানাচ্ছেন নতুন তথ্য। দীর্ঘদিন ধরে এলিয়েনদের নিয়ে গবেষণা করার পর তাদের বক্তব্য, হতে পারে এলিয়েনরা ছিল। কিন্তু তারা আজ আর কেউ নেই। কারণ পৃথিবী থেকে প্রাকৃতিক নিয়মেই ডাইনোসোররা যেভাবে লুপ্ত হয়ে গেছে, তেমনই সৌরজগত থেকে লুপ্ত হয়ে গিয়েছে এলিয়েনরাও।

গবেষকদের বক্তব্য, এলিয়েন অতীতে ছিল কিনা তা নিশ্চিতভাবে বলা না গেলেও এলিয়েনরা এখন আর নেই। তারা লুপ্ত হয়ে গেছে প্রাকৃতিক অথবা জাগতিক নিয়মে। ফলে সাধারণ মানুষ এলিয়েনদের দেখতে পায় না। গবেষকদের কথা ধরে নিলে বলতে হবে, এই সৌরজগতে আর এলিয়েনরা বেঁচে নেই।

 

বিডি-প্রতিদিন/ ২৫ জানুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর