২৮ জানুয়ারি, ২০১৬ ১১:৪৫

৫০ পেরোলেই দৃষ্টিহীন যে গ্রামের পুরুষরা...

অনলাইন ডেস্ক

৫০ পেরোলেই দৃষ্টিহীন যে গ্রামের পুরুষরা...

পেরুর ছোট একটি গ্রাম প্যারান। এখানকার পুরুষদের লাঠিই ভরসা। কেননা একটা বয়সের পর চোখের সামনে নেমে আসে অন্ধকার। দৃষ্টি হারিয়ে ফেলেন। বরণ করে নিতে হয় অন্ধত্ব। 

প্যারানের মানুষ ৫০ থেকে ক্রমশ অন্ধ হয়ে যায়। এমনই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। বিশেষ করে গ্রামটির পুরুষরা বেশি অন্ধত্বের শিকার হন। এখনো জানা যায়নি এর কি কারণ। যথাযথ চিকিৎসা পৌঁছায়নি প্যারানে। সব রকম যোগাযোগ থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো পেরুর এই পাহাড়ি গ্রামের মানুষ আশা করে থাকে, কোনো একদিন উপযুক্ত চিকিৎসাসেবা পাবেন তারা। দৃষ্টিহীনতা থেকে রক্ষা পাবেন তাদের বংশধররা।  

 

বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর