৩ ফেব্রুয়ারি, ২০১৬ ০৮:৪৫

বালিকার বুকে ছেলের হৃৎস্পন্দন শুনলেন মা!

অনলাইন ডেস্ক

বালিকার বুকে ছেলের হৃৎস্পন্দন শুনলেন মা!

চার বছরের বালিকার বুকে নিজের মৃত ছেলের হৃৎস্পন্দন শোনার জন্য প্রায় ৬০০ মাইল পেরিয়ে ক্যালিফোর্নিয়া থেকে ফিনিক্স এসেছিলেন হিথার ক্লার্ক। বালিকা জর্ডন ড্রেকের বুকে স্টেথোস্কোপ লাগিয়ে তা নিজের কানে রাখতেই কিঞ্চিত দ্বিধাবোধ করছিলেন তিনি। আশেপাশে তখন ক্যামেরা তাক করে প্রস্তুত চিত্রগ্রাহকেরা। খুব ধীরে ধীরে কানে লাগালেন স্টেথোস্কোপ। শুনতে পেলেন হৃৎপিণ্ডের ধুকধুকানির আওয়াজ। পাশে থাকা বালিকা জর্ডনে ড্রেকের মা এস্থার গোঞ্জালেজ ফিসফিস করে কানের কাছে বললেন, "এটা তোমার ছেলের হৃৎস্পন্দনের শব্দ।" মুহূর্তের মধ্যেই মুখে হাত দিয়ে কান্নায় ভেঙে পড়লেন হিথার। একবছর পর এই প্রথম নিজের মৃত সন্তানের হৃৎস্পন্দন শুনলেন তিনি!

আসলে আড়াই বছর আগে ২০১৩ সালের জুন মাসে মারা যায় হিথার ক্লার্কের ১৭ মাসের শিশু পুত্র লুকাস ক্লার্ক। মৃত্যুর পর তার দেহের বিভিন্ন অঙ্গ দিয়ে তিনজনের জীবন বাঁচান লুকাস। তাদেরই একজন ফিনিক্সের জর্ডন ড্রেক। লুকাসের থেকে একমাসের বড় জর্ডন তখন জন্মগত হার্টের সমস্যা নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা প্রদেশের এক অঙ্গ প্রতিস্থাপন সংস্থার জনসংযোগ কর্মকর্তা জ্যাকলাইন কিদেল এই দুই পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপরই লুকাসের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করানো হয় জর্ডনের শরীরে। সেই অসাধ্য সাধিত হওয়ার আড়াই বছর পর এখন জর্ডন আর পাঁচটা বাচ্চার মতো স্বাভাবিকভাবেই জীবন কাটাচ্ছে। প্রস্তুতি চলছে স্কুলে যাওয়ার, উচ্চশিক্ষা গ্রহণের।

বিডি-প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর