৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:২১

বিশ্বের অর্ধেক মানুষ ভয় পায় অন্ধকারকে!

অনলাইন ডেস্ক

বিশ্বের অর্ধেক মানুষ ভয় পায় অন্ধকারকে!

মানুষের ভয়ের কোনো শেষ নেই। তেলাপোকা দেখে ভয়, মাকড়সায় ভয়, উঁচু থেকে পড়ে যাওয়ার ভয় ইত্যাদি কত শত ভয় যে আছে তার কোনো ইয়াত্তা নাই। ইতালির এক লোক নাকি নারীর নাভি দেখলে ভয়ে অস্থির হয়ে যান।

এইরকম ভয়কে বলে 'Omphalophobia'। তবে সবচে' অবাক করা তথ্য হলো এই পৃথিবীর অর্ধেক মানুষ অন্ধকারকে ভয় পায়। বাল্বের আবিষ্কারক টমাস এডিসনও নাকি অন্ধকারকে খুব ভয় পেতেন।

মানুষের মনের জোর তো দিনে দিনে বাড়ছে। কিন্তু অন্ধকারের ভয় কাটানো যাচ্ছে না। হয়তো কোনো একদিন মানুষের অন্ধকার ভীতি কেটে যাবে। দেখা যাক...!


বিডি-প্রতিদিন/ ০৮ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর