২২ এপ্রিল, ২০১৬ ১৫:৫৪

চোরের জন্য বিদ্যুৎহীন ময়মনসিংহ!

ময়মনসিংহ প্রতিনিধিঃ

চোরের জন্য বিদ্যুৎহীন ময়মনসিংহ!

ময়মনসিংহে দুই চোরের বিদ্যুতের তার চুরির কান্ডে বৃহস্পতিবার দিবাগত গোটা রাত বিভাগীয় নগরীসহ  ১৩ টি উপজেলা কেটেছে বিদ্যুৎহীন। এতে প্রচন্ড গরমে রাত পাড়ি দিয়েছেন ময়মনসিংহবাসী।

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে কেওয়াটখালী এলাকায় পাওয়ার গ্রীডের তার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় আব্দুল্লাহ ও নাসির নামের দুই চোর। এসময় সাথে সাথে বিভাগীয় নগরীসহ ১৩ টি উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

পরে চোরদের আহত অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনিত হলে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আলী। 

বিদ্যুতের পাওয়ার গ্রীডের তার চুরির ঘটনাটি নিশ্চিত করেছেন ময়মনসিংহ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের (উত্তর) নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান। তিনি বলেন, চোরদের এমন কান্ডের খেসারত দিয়েছে সাধারণ মানুষ এবং বিদ্যুৎ বিভাগ। কিছু এলাকায় রাত সোয়া ১ টার দিকে বিদ্যুৎ স্বাভাবিক হয়। জেলায় ভোর সাড়ে ৫ টার দিকে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়েছে। তবে গ্রিডের তিনটি ট্রান্সফরমারের মধ্যে ৩ নম্বরটি বেশি ক্ষতিগ্রস্থ হয়। এখনও কাজ চলছে। 

 

বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/ হিমেল-১৬

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর