২৪ এপ্রিল, ২০১৬ ১৭:০৫

হিজিবিজি আঁকলে স্মৃতিশক্তি বাড়ে!

অনলাইন ডেস্ক

হিজিবিজি আঁকলে স্মৃতিশক্তি বাড়ে!

অনেক সময় জানা জিনিস খুব সহজেই ভুলে যান অনেকে। অনেক কষ্ট করে, মাথা চুলকে তারপর মনে করতে হয় সেই জানা জিনিসটা। এখন থেকে স্মৃতি বাড়ানোর জন্য আর ওষুধ খেতে হবে না। মন খুলে হিজিবিজ আঁকলেই স্মৃতিশক্তি বাড়বে। রীতিমতো পরীক্ষা-নিরীক্ষার পরেই এমনটা জানাচ্ছেন গবেষকরা।

ওয়াটারলু ইউনিভার্সিটির গবেষকদের দাবি, মাথায় যা আসে তাই যদি অনবরত এঁকে যাওয়া যায় তবে স্মৃতিশক্তি বাড়ে। কোন কিছু লেখার তুলনায় আঁকলে বেশি উপকার পাওয়া যায় বলেই তাঁদের মত। এতে স্মৃতির অতলে চলে যাওয়া জ্ঞান বা দৃশ্যও নতুন করে মনে এসে যেতে পারে।

এই গবেষণার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে এক্সপেরিমেন্টাল সাইকোলজি নামের একটি জার্নালে। সেখানে বলা হয়েছে, স্মৃতি বাড়ানোর জন্য ছবি আঁকার ক্ষেত্রে শৈল্পিক সত্ত্বা থাকতে হবে এমন কোন কথা নেই। যে কেউ নিজের মতো করে হিজিবিজি আঁকতে পারেন। এই বিষয়ে আরও গবেষণা চলছে বলেও জানানো হয়েছে।


বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৬/ হিমেল-২০

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর