২৯ এপ্রিল, ২০১৬ ১৯:০১

গাড়ির হর্ণ দিয়েই তৈরি হল মিউজিক! (ভিডিও)

অনলাইন ডেস্ক

গাড়ির হর্ণ দিয়েই তৈরি হল মিউজিক! (ভিডিও)

বলিউডে এখন হিট গান মানেই অরিজিৎ সিং। এবার অরিজিৎ সিংয়ের আওয়াজে মাতল বিজ্ঞাপনের দুনিয়াও। 'হুনডাই মোটর ইন্ডিয়া'র এই গান শুধু হিটই নয় এখন সুপার হিটে পরিনত হয়েছে। 

কিন্তু অরিজিৎ সিংয়ের আওয়াজ ছাড়াও এই গানে আছে আরও একটি বিশেষত্ব। গানটির মিউজিক তৈরিতে ব্যবহার হয়নি কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এই গানের মিউজিক তৈরি হয়েছে শুধু গাড়ির হর্ণ দিয়ে।

হুনডাই ইন্ডিয়ার নতুন মিউজিক ভিডিও 'ড্রাইভ মে জুনুন'। এই ভিডিও তৈরি করেছেন ভারতের দুই মিউজিক্যাল আইকন অরিজিৎ সিং ও ক্লিনটন সেরেজো। 'ড্রাইভ মে জুনুন'-র মিউজিক তৈরি হয়েছে শুধু গাড়ি দিয়ে। ব্যবহার করা হয়েছে ১১৮টি এলিট i20 গাড়ির বিভিন্ন রকম আওয়াজ। 

রিলিজ হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই হুন্ডাইয়ের এই মিউজিক ভিডিও পেয়ে গেছে ১ কোটি দর্শক। এটাই কোন অটোমোবাইল কোম্পানির প্রথম মিউজিক ভিডিও যা এত দ্রুত ১ কোটি ভিউয়ারশিপ ছুঁয়েছে। 

 

 

বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৬/ হিমেল-২৪

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর