২ মে, ২০১৬ ১০:১৮

১০০ বছর পর কন্যাশিশুর জন্ম যে পরিবারে

অনলাইন ডেস্ক

১০০ বছর পর কন্যাশিশুর জন্ম যে পরিবারে

১০০ বছর মেয়ে শিশুর জন্ম হয়নি পরিবারটিতে। এর অাগে হাসপাতাল থেকে ফোন এলেই যে কথাটি শুনতে হতো তা হল কন্যার জন্ম হয়েছে। এবারের ফোনকল পেয়ে প্রথমে কেউ বিশ্বাস করতে পারছিলেন না সত্যিই মেয়ে হয়েছে। কারণ ১০০ বছর পর এবারই কন্যাসন্তানের জন্ম হল ইডাহোর আন্ডারডাহল পরিবারে।

১৯১৪ সালে ওই পরিবারে ফুটফুটে এক ছোট্ট পরীর জন্ম হয়। তারপর চার প্রজন্ম পার হয়ে গেল, কেবল পুত্রই জন্মাল। ১০০ বছর পর ঘর আলো করে আসা এই শিশুর নাম রাখা হয়েছে অরেলিয়া। গত ১২ এপ্রিল জন্ম নেয়া অরেলিয়ার জন্য কেনা হয়েছে গোলাপি রঙের পোশাক, হেডব্যান্ড। এত বছর পর মেয়ের আগমণ বলে পুরো বাড়িতে বইছে আনন্দের বন্যা। 


বিডি-প্রতিদিন/ ০২ মে, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর