২ মে, ২০১৬ ১৭:২৪

পানি রক্ষায় বন্দুকধারী প্রহরী

অনলাইন ডেস্ক

পানি রক্ষায় বন্দুকধারী প্রহরী

ভারতের মধ্যপ্রদেশে চলছে খরার প্রকোপ। এক ফোঁটা পানির জন্য হাহাকার করছে মানুষ। এই রাজ্যের মানুষের কাছে জল যে সোনার চেয়েও অনেক দামী, তাতে কোনও সন্দেহ নেই।

নদী-পুকুরে যে টুকু পানি অবশিষ্ট রয়েছে, তা রক্ষা করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে প্রশাসন। রাজ্যে গুটিকয়েক পুকুরে পানি অবশিষ্ট রয়েছে। সেই পানি রক্ষা করতে বসানো হয়েছে বন্দুকধারী প্রহরী। নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে যাতে কেউ জল চুরি করতে না পারে।

এবছর ভারতের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ মানুষ খরার কবলে পড়েছেন। যে সকল জায়গায় খরার প্রকোপ বেশি, সেই সকল এলাকায় জল সংরক্ষণ নিয়ে চিন্তায় পড়েছে প্রশাসন। স্থানীয় পুকুরগুলির পানি যাতে অযথা নষ্ট না হয় তা নিশ্চিত করতে এগিয়ে এসেছে মধ্যপ্রদেশের তিকমগড় জেলার পৌরসভা। পুকুরের পানি রক্ষা করতে পাহারায় বসানো হয়েছে বন্দুকধারী নিরাপত্তারক্ষী। দিন-রাত বন্দুক কাধে পুকুর পাহারা দিচ্ছেন তারা।

বিডি-প্রতিদিন/ ০২ মে ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর