৪ মে, ২০১৬ ১৪:০২

মৃত্যু পথযাত্রী শিশুর পাশে পোষা কুকুর

অনলাইন ডেস্ক


মৃত্যু পথযাত্রী শিশুর পাশে পোষা কুকুর

নোরার বয়স চার মাস। আমেরিকার মিনেসোটায় থাকে। তার মায়ের নাম মেরি ও বাবা জন হল। আচমকা সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে শিশুটির মস্তিষ্কের দুই দিকই কাজ করা বন্ধ করে দিয়েছিল। চিকিৎসকরা তার বেঁচে থাকার আশা ছেড়ে দেন। কিন্তু নোরার পাশে ঠায় বসে ছিল বাড়ির পোষা দুটি কুকুর। 

নোরার মস্তিষ্কের দু’টো দিকই কাজ করা বন্ধ করে দেয়। এমনকি, আস্তে আস্তে নোরার সমস্ত নার্ভও কাজ করা বন্ধ করতে থাকে। নোরাকে মিনেপোলিস চিলড্রেন্স হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল। ক্রমশই খারাপ হয় তার শারীরিক অবস্থা। চিকিৎসকরা জানিয়ে দিলেন লাইফ সাপোর্ট সিস্টেম সরিয়ে নেওয়ার কথা। কারণ তাকে বাঁচিয়ে তোলার সবটুকু আশা শেষ। 

কিন্তু বাসেট হাউন্ড প্রজাতির কুকুর দুইটি হাসপাতালে সারাক্ষণই নোরার বিছানায় বসে থাকতো। নোরার লাইফ সাপোর্ট সিস্টেম খোলার চেষ্টা করা হলেই বাধা দিত। পরে অনেক চেষ্টার পর দুই বাসেট হাউন্ডকে সরিয়ে নোরার লাইফ সাপোর্ট সিস্টেম খুলে নেওয়া হয়। মঙ্গলবার না ফেরার দেশে চলে যায় শিশুটি। এখন দুই বাসেট হাউন্ডকে নিয়েই নোরার শোক ভুলে থাকার চেষ্টা করছেন মেরি ও জন।

 

বিডি-প্রতিদিন/ ০৪ মে, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর