৬ মে, ২০১৬ ০৮:৩২

মোবাইলে গেম খেলে গরু লাভ

অনলাইন ডেস্ক

মোবাইলে গেম খেলে গরু লাভ

পশ্চিম আফ্রিকার দেশ তিউনিশিয়ায় এক দম্পতি মোবাইল ফোনে গেম খেলে একটি গরু জিতেছেন। তিউনিশিয়ার এক মোবাইল গেম ডেভেলপার কোম্পানি স্থানীয়ভাবে এই গেমটি তৈরি করে এবং এ নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করে।

এই দম্পতি সেই ম্যাচে সর্বোচ্চ স্কোর করায় তাদের হাতে প্যামেলা নামের গরুটি তুলে দেওয়া হয়।

তিউনিস্কোপ নিউজ ওয়েবসাইট জানিয়েছে, ডিজিটাল ম্যানিয়া কোম্পানির তৈরি গেমটির নাম দেওয়া হয়েছে `বাগরা`, স্থানীয়ভাবে যার অর্থ গরু।

গেমটিতে আপনার একপাল গরু থাকবে। আপনার দায়িত্ব হবে আপনার পাল থেকে অন্য কেউ যেন গরু চুরি করতে না পারে।

অবশ্য অন্যের গরু চুরি করতে পারলে আপনার স্কোর বাড়বে।

এই ম্যাচে অন্যান্য বিজয়ীরা টেলিফোন এবং ট্যাবলেট কম্পিউটার জিতে নেন। তবে ওই দম্পতি সবচেয়ে বেশি গরু চুরি করতে সক্ষম হয়। পাশাপাশি নিজের পালের গরুগুলোকেও অন্য চোরদের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়।

এই ম্যাচের সাফল্য দেখে ডিজিটাল ম্যানিয়া আরেকটি প্রতিযোগিতার আয়োজন করেছে।

সেই ম্যাচেও প্রথম পুরস্কার থাকছে ব্রিজেট নামে আরেকটি গরু।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর