৭ মে, ২০১৬ ১০:২১

পিঁপড়ার কামড়ে মৃত্যু!

অনলাইন ডেস্ক

পিঁপড়ার কামড়ে মৃত্যু!

পিঁপড়ের কামড়ে মারা যাওয়া ওই শিশু

সাপের কামড়ে, বাঘের থাবা বা কামড়ে বা অন্যান্য হিংস্র প্রাণীর কামড় বা থাবায় প্রাণ যাওয়ার কথা আমরা কমবেশি শুনে থাকি। তাই বলে পিঁপড়ার কামড়ে মৃত্যু! এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে। সেখানকার হনুমানপেটের এক সরকারি হাসপাতালে এক বিষাক্ত পিঁপড়ার কামড়ে ৪ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এর আগে সম্প্রতি সেখানকার এক হাসপাতালে ইঁদুরের কামড়ে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যেই পিঁপড়ার কামড়ে শিশু মৃত্যুর এ ঘটনা ঘটলো।

গত সোমবার পিঁপড়ের কামড়ে এক ছেলে শিশুটি মারা যাওয়ার এ ঘটনা ঘটে। শিশুটির মা লক্ষী জানান, তিনি ওইদিন ভোর ৫টা ৪০মিনিটে জেগে দেখেন তার ছেলে বেঁচে নেই।

তিনি আরো বলেন, 'ছেলের সমস্ত শরীরে পিঁপড়ের কামড়ের দাগ ছিল। আমার মনে হয়, পিঁপড়ার কামড়েই সে মারা গেছে।'
এ ঘটনায় ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়।

জেলা প্রশাসক হাসপাতালটি পরিদর্শন করেছেন। তবে মৃত্যুর ঘটনায় তিনি কোনো মন্তব্য করেননি। জেলা প্রশাসক বলেন, 'তদন্ত চলছে। এর পরই আসল ঘটনা জানা যাবে।'

 

বিডি-প্রতিদিন/৭ মে ২০১৬/শরীফ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর