৭ মে, ২০১৬ ১৬:২২

'টম অ্যান্ড জেরি'র দিকে অভিযোগ...!

অনলাইন ডেস্ক

'টম অ্যান্ড জেরি'র দিকে অভিযোগ...!

সালাহ আবদেল সাদিক

১৯৪০ সালে জন্ম দুই কার্টুন চরিত্র ‘টম অ্যান্ড জেরি’র। তারপর থেকে ধীরে ধীরে সারা বিশ্বের শিশুদের কাছে প্রিয় হয়ে ওঠে এটি। সেই জনপ্রিয় কার্টুন প্রোগ্রামটির দিকে অভিযোগের আঙ্গুল তুললেন মিশর সরকারের এক কর্মকর্তা। কায়রো বিশ্ববিদ্যালয়ে ‘মিডিয়া ও কালচারাল  ভায়োলেন্স’ নামে এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এমন অভিযোগ তোলেন তিনি।  খবর ডেইলি মেইলের।

মিশর সরকারের স্টেট ইনফরমেশন সার্ভিসের দূত সালাহ আবদেল সাদিক মধ্যপ্রাচ্যে যাবতীয় অশান্তির জন্য দায়ী করেন ছোটদের জনপ্রিয় কার্টুন চরিত্র ‘টম অ্যান্ড জেরি’-কে। তার অভিযোগ, ‘টম অ্যান্ড জেরি’ যেভাবে মারামারি করে তাতে মনে হয় এটা খুব সহজ এবং স্বাভাবিক ব্যাপার। সাদিক আরও বলেন, কার্টুন শো-এর মধ্যে ‘টম অ্যান্ড জেরি’ যেভাবে সিগারেট খায়, নেশার পানীয় পান করে, একে অপরের উপর বদলা নিতে যেরকম আত্মঘাতী সব পরিকল্পনা আঁটে ইত্যাদি সমাজের উপর নেতিবাচক মনোভাবকে তুলে ধরে। এর সবচে' বেশি প্রভাব পরে শিশুদের উপর। 

 

বিডি-প্রতিদিন/ ০৭ মে, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর