শিরোনাম
২৬ মে, ২০১৬ ১০:১২

নারী শিক্ষকের সাথে হাত না মেলালে জরিমানা!

অনলাইন ডেস্ক

নারী শিক্ষকের সাথে হাত না মেলালে জরিমানা!

সুইজারল্যন্ডে মুসলিম ছাত্ররা নারী শিক্ষকদের সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানালে তাদের পাঁচ হাজার ডলার জরিমানা করার এক নির্দেশনা জারি করেছে দেশটির উত্তরাঞ্চলের আঞ্চলিক কর্তৃপক্ষ। খবর বিবিসির।

সুইজারল্যন্ডে ক্লাসের শুরুতে ও শেষে সকল শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের হাত মেলানোর রীতি রয়েছে। কিন্তু দু’জন সিরিয় ছাত্র ধর্মীয় কারণে নারী শিক্ষকদের সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানালে তাদের সে ব্যাপারে বিশেষ ছাড় দেয়ার একটি সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিলো। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নতুন নির্দেশনা দিলো সুইস কর্তৃপক্ষ।

সুইস কর্তৃপক্ষের মতে, রীতি ভঙ্গ করে নারী শিক্ষকদের সাথে মুসলিম ছাত্রদের হাত মেলানোর অস্বীকৃতি ‘লিঙ্গ বৈষম্য’ তৈরি করবে। তাই রীতি বহাল রাখতেই তারা এই শাস্তির ব্যবস্থা নিয়েছে।


বিডি-প্রতিদিন/২৬ মে, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর