২৭ মে, ২০১৬ ১১:৪১

শব্দ দূষণের অভিযোগে মুরগির জেল!

অনলাইন ডেস্ক

শব্দ দূষণের অভিযোগে মুরগির জেল!

প্রতীকী

শব্দ দূষণের কারণে আমরা সাধারণত ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা শুনে থাকি। তাই বলে একই অভিযোগে এবার মুরগির জেল! এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে সৌদি অারবে। শুধু তাই নয়, এজন্য মুরগির মালিককে বেত্রাঘাতও করা হয়েছে! খবর আরব নিউজের

ঘটনাটি ঘটেছে সৌদি আরবের আল হফুফ পৌরসভায়। মোরগ-মুরগির বিশৃঙ্খলাপূর্ণ শব্দে পরিবেশ দূষণ হচ্ছে স্থানীয় এক ব্যক্তি অভিযোগ দেন। তার প্রেক্ষিতে মুরগি ও তার মালিকের বিরুদ্ধে উক্ত শাস্তি ঘোষণা করা হয়।


খবরে বলা হয়, গত  সোমবার স্থানীয় এক ব্যক্তি পৌরসভা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন যে ওই মোরগ-মুরগির জন্য তিনি ও তার প্রতিবেশিরা অতিষ্ঠ। এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা দরকার। তাহলেই সেখানকার পরিবেশ শান্ত থাকতো।

প্রথমে পৌরসভা কর্তৃপক্ষ বিষয়টি সমঝোতার মাধ্যমে মিটিয়ে নেওয়ার পরামর্শ দেয়। কিন্তু তাতে ফল না হওয়ায় বিষয়টি এরপর পৌরসভা আদালতে তোলা হলে মোরগ-মুরগি ও তার মালিকের সাজা হয়। তবে ওই মোরগ-মুরগির কতদিন জেল হয়েছে তা জানা যায়নি।

বিডি-প্রতিদিন/২৭ মে ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর