৩০ মে, ২০১৬ ২০:২৭

বাদুড় তাড়াতে ১৪ কোটি টাকা!

অনলাইন ডেস্ক

বাদুড় তাড়াতে ১৪ কোটি টাকা!

বাদুড়ের যন্ত্রনায় অতিষ্ঠ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস-এর দক্ষিণ তটবর্তী শহর বেটম্যানস বের বাসিন্দারা। শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত এখন দাপিয়ে বেড়াচ্ছে লক্ষাধিক বাদুড়। তিন ফুট বিস্তারের ডানাবিশিষ্ট এই বাদুড়ের প্রজাতিকে বলা হয় ফ্লায়িং ফক্স। মার্চ মাস থেকে এই শহরের বাসিন্দাদের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে এরা।

প্রাণীবিদদের মতে খাবারের খোঁজেই তারা এখানে এসে উপস্থিত হয়েছে। শহরকে বাদুড়-মুক্ত করতে প্রশাসনের তরফে ৭০ জন কর্মী নিয়োগ করা হয়েছে। রাজ্য সরকারের তরফে ১৮ লাখ ডলার অর্থ সাহায্য দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ১৪ কোটি টাকার বেশি।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর