৩১ মে, ২০১৬ ২৩:২৩

জন্মদিনের কেক কাটতে আটলান্টিক পাড়ি!

নিজস্ব প্রতিবেদক

জন্মদিনের কেক কাটতে আটলান্টিক পাড়ি!

কে বলে ইনি বুড়ো হচ্ছেন! যে যাই বলুক তাতে ডোন্ট কেয়ার৷ ৬৯ বছরের রোমাঞ্চপ্রিয় 'যুবক' আলেকজান্ডার দোবা তার ৭০তম জন্মদিন পালন করতে আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছেন৷ ৬ হাজার কিলোমিটার সাগরপথ পেরিয়ে জন্মদিনটি পর্তুগালেই কাটাবেন এই পোলিশ অভিযাত্রী৷ এরইমধ্যে নিউইয়র্ক থেকে ভাসিয়ে দিয়েছেন নৌকা৷

২০১৫ সালে ন্যাশনাল জিওগ্রাফিক অ্যাডভেঞ্চারে যোগ দিয়ে সবার নজর কেড়েছিলেন আলেকজান্ডার৷ তার আগেই দু'বার আটলান্টিক মহাসাগর পার করে নিয়েছেন৷ আটলান্টিক তার খুব চেনা৷ প্রথম যাত্রাটি ছিল ২০১০-'১১ সালে আফ্রিকার সেনেগাল থেকে দক্ষিণ আমেরিকার ব্রাজিলের শহর আকারু প্রর্যন্ত৷ দ্বিতীয় অভিযানটি করেছিলেন ২০১৩-'১৪ সালে৷ প্রবল ঝড়ের মরশুমে একা নৌকা নিয়ে পাড়ি দিয়েছিলেন পর্তুগাল থেকে মার্কিন মুলুকের ফ্লোরিডায়৷

অভিযাত্রী আলেকজান্ডারের হিসেবে এবার নিউইয়র্ক থেকে লিসবন পর্যন্ত ৬ হাজার কিলোমিটার পাড়ি দেওয়া কঠিন কাজ৷ প্রচণ্ড ঠাণ্ডা স্রোত আর হিমেল হাওয়ার মধ্য দিয়ে একা নৌকা নিয়ে যেতে হবে৷ রোজ আট থেকে বারো ঘণ্টা দাঁড় টানতে হবে৷ এর জন্য নিজের নৌকাটিকে মনের মতো সাজিয়ে নিয়েছেন৷
বাড়িতে রয়েছে নাতি নাতনিরা৷ দাদুর নতুন কীর্তি দেখতে তারা অধীর আগ্রহে অপেক্ষা করেছে৷ কোনোভাবেই হারতে চাননা আলেকজান্ডার দোবা৷ ফুঁসতে থাকা আটলান্টিকের ঢেউ যেন তার কাছে খেলনার মতো৷ দুরন্ত জলপথ পার করে আগামী ৯ ডিসেম্বর পর্তুগালের রাজধানী লিসবনে পৌঁছবেন এই অভিযাত্রী৷
যারা বুড়ো তাদের বিষনজরে দেখেন ৬৯ বছরের আলেকজান্ডার দোবা৷ রোমাঞ্চের খোঁজ করতে থাকা এই ব্যক্তি তাই ভেসে পড়লেন আবার আটলান্টিকের বুক চিরে ফিলতে৷

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর