Bangladesh Pratidin

প্রকাশ : ৮ জুন, ২০১৬ ১২:১২
আপডেট : ৮ জুন, ২০১৬ ১২:২০
মৃত হাঙ্গরের পেট থেকে দুই শাবকের জন্ম! (ভিডিও)
অনলাইন ডেস্ক
মৃত হাঙ্গরের পেট থেকে দুই শাবকের জন্ম! (ভিডিও)

সমুদ্র সৈকতে পড়ে আছে মৃত এক হাঙর। গর্ভে প্রাণ আছে দুই শাবকের! জন্মের পর দুই সাবকই সুস্থ। শিহরণ জাগানো এই ঘটনার সাক্ষ্মী প্যালেস্তাইনের সমুদ্র সৈকত।  

বাইরে থেকে দেখলে বোঝার কোন উপায় নেই যে সেই মৃত হাঙ্গরের গর্ভে তখনও জীবিত রয়েছে দুই বাচ্চা হাঙ্গর। হাঙ্গর বিশেষজ্ঞ না হলে এমনটা আন্দাজ করাও অসম্ভব।

তবে এটাই বোধহয় মিরাকেল! এক পর্যটক যখন ঐ মৃত হাঙ্গরের পেট কাটলেন, তখনই বেরিয়ে এল দুই বাচ্চা হাঙ্গর। পরে ঐ দুই বাচ্চাকে সমুদ্রে ছাড়া হল। এটা কোন গল্প কথা নয়, বাস্তব। দেখুন সেই ভিডিও-

 

বিডি প্রতিদিন/০৮ জুন ২০১৬/হিমেল-০৯

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow