Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : ১১ জুন, ২০১৬ ০৯:৫৪
আপডেট :
জামাইয়ের প্রেমে শাশুড়ি, অতঃপর...
অনলাইন ডেস্ক
জামাইয়ের প্রেমে শাশুড়ি, অতঃপর...

মেয়ের স্বামী। অথচ তার প্রেমেই হাবুডুবি খাচ্ছেন শাশুড়ি! এত প্রেম যে, শাশুড়ি-জামাই দু'জন দু'জনের জন্য পাগল। একদিন দেখা না হলেই মন আনচান দু'জনের। পরিস্থিতি এমন ঘোরালো হয় যে দুজন এক সঙ্গে বাঁচা-মরার 'শপথ' নিয়ে ফেলেন।

আশা দেব নামে ওই শাশুড়ি এরপর বিয়ে করে নেন নিজের জামাই মুকেশকেই। যার জেরে মা-মেয়ের সম্পর্ক এখন বদলে 'সতীন'-এর সম্পর্ক। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে। বিয়ের পর এখন দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গেই থাকছেন মুকেশ। এই ঘটনা সামনে আসার পর পঞ্চায়েত বসেছিল ঠিকই। কিন্তু প্রেমের কাছে হার মেনেছে সবই।

বিডি-প্রতিদিন/১১ জুন, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow