Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ১৪ জুন, ২০১৬ ১৪:২২
৩ বাচ্চার মা হলো শাকিরা! (ভিডিও)
অনলাইন ডেস্ক
৩ বাচ্চার মা হলো শাকিরা! (ভিডিও)

একসঙ্গে তিনটি বাচ্চার জন্ম দিয়েছে ‘শাকিরা’। না, কলম্বিয়ান পপ তারকা শাকিরা নয়, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের ডেবোনে অবস্থিত পায়াংটং চিড়িয়াখানার এক বাঘিনী।

দ্য টেলিগ্রাফের বরাত দিয়ে এ খবর জানিয়েছে জি নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, বিলুপ্ত প্রায় এই বাঘিনীর বাচ্চার প্রসবের দৃশ্য প্রথমে সিসি টিভি ফুটেজে ধরা পড়ে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বাঘিনী ও তার বাচ্চারা সকলেই ভালো আছে। তবে আগামী দুই মাস তাদের সাধারণ মানুষ থেকে দূরে রাখা হবে।

প্রসঙ্গত, শাকিরা প্রজাতির বাঘকে বিলুপ্ত প্রায় বলে ঘোষণা করা হয়েছে। ২০০৯ সালের পর থেকে এই প্রথম সুমাত্রার চিড়িয়াখানায় এই প্রজাতির ব্যাঘ্র শাবকের জন্ম হলো।

 

বিডি-প্রতিদিন/১৪ জুন, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow