Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

প্রকাশ : ১৯ জুন, ২০১৬ ১৫:৫৪
আপডেট : ২০ জুন, ২০১৬ ১৩:৪২
ফেসবুকে হত্যার 'লাইভ'! (ভিডিওসহ)
অনলাইন ডেস্ক
ফেসবুকে হত্যার 'লাইভ'! (ভিডিওসহ)

রাত তখন প্রায় পৌনে নয়টা। ফেসবুকে লাইভ ভিডিও মেসেজ পাঠানোর জন্য ভিডিও মেসেজ রেকর্ড করাচ্ছিলেন আন্তোনিও পারকিনস। রাস্তায় দাঁড়িয়ে হাতের মোবাইল ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন ছবি। আর ঠিক তখনই আন্তোনিওকে লক্ষ্য করে গুলি ছোড়ে আততায়ী। গুলি লাগে আন্তোনিওর মাথা আর ঘাড়ে। সেই সময় নিজের আততায়ীর ছবিওধেরা পড়ে ক্যামেরায়।  

হত্যাকারীর মুখ অবশ্য ছবিতে স্পষ্ট নয়। কারণ গুলি লাগার পরেই মাটিতে পড়ে যান আন্তোনিও। হাত থেকে পড়ে যায় তার মোবাইল ফোনটিও। খুব বেশি আলো ছিল না সেখানটায়। তবে লাইভ ক্যামেরার উল্টোদিকে, কম্পিউটারের সামনে বসে থাকা বন্ধুরা শুনতে পাচ্ছিলেন ঘটনার পরবর্তী সময়ের শব্দও। পাশ থেকে লোকজন চিৎকার করে ওঠেন ‘ওহ গড!’

গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় আটাশ বছর বয়সী আন্তোনিও পারকিনসের। পুলিশ জানিয়েছে, একটি অসামাজিক গোষ্ঠীর সদস্য ছিল আন্তোনিও। তবে নিহতের স্বজনদের দাবি, দল ছেড়ে দিয়েছিলেন তিনি। আর তার বন্ধুদের মতে, আততায়ী হয়তো ভুল করে হত্যা করেছে আন্তেনিওকে।  


 

 

 

বিডি-প্রতিদিন/ ১৯ জুন, ২০১৬/ আফরোজ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow