Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ২১ জুন, ২০১৬ ২১:৫৬
পারফরম্যান্স খারাপ, কর্মীদের ন্যাড়া করে পেটালেন বস!
অনলাইন ডেস্ক
পারফরম্যান্স খারাপ, কর্মীদের ন্যাড়া করে পেটালেন বস!

অফিসের কাজে পারফরম্যান্স খারাপ হওয়ায় ভরা কনফারেন্সে মাথা ন্যাড়া করে লাঠিপেটা করল বস। লাঠির আঘাতে, অপমানে কেঁদে ফেললেন ওই কর্মীরা।

চিনের একটি গ্রামীণ বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যানের কীর্তি। সাসপেন্ড করা হয়েছে ব্যাংকটির চেয়ারম্যানকে।

আর্থিক বছর শুরুর মুখে ওই ব্যাংকের চেয়ারম্যান একটি মোটিভেশনাল ট্রেনিং সংস্থাকে দায়িত্ব দেয়, তার ব্যাংকের কর্মীরা ঠিক মতো কাজ করছে কিনা দেখা জন্য। সেই মতো কর্মীদের নম্বর দেওয়া হয়েছে। আন্ডার-পারফরম্যান্সের জন্য ৪ পুরুষ ও ৪ নারী কর্মী কম নম্বর পান। তাতে রেগে গিয়ে ব্যাংকের চেয়ারম্যান সটান জানিয়ে দেন, কনফারেন্সে ওই কর্মীদের শাস্তি দে্ওয়া হবে। সেখানে ট্রেনিং সংস্থার ট্রেনার কর্মীদের শাস্তি দেবে।

৮ জনকে স্টেজে দাঁড়াতে বলা হয়। তারপর তাদের বলতে বলা হয়, কী জন্য তারা কম নম্বর পেয়েছেন। তারপরেই শুরু হয় নজিরবিহীন অপমান, লাঞ্ছনা। লাঠি দিয়ে তাদের পিছনে মারতে শুরু করে ট্রেনার জিয়াং ইয়াং। তারপর ভরা কক্ষে নারী কর্মীদের চুল কেটে ছোট করে ও পুরুষ কর্মীদের ন্যাড়া করা হয়।

ঘটনায় রীতিমতো স্তম্ভিত তামাম দুনিয়া। তীব্র নিন্দা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow