Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২২ জুন, ২০১৬ ১৩:১৩
আপডেট : ২২ জুন, ২০১৬ ১৩:১৬
যে গান শুনে ঘুমিয়ে পরে হাতি! (ভিডিও)
অনলাইন ডেস্ক
যে গান শুনে ঘুমিয়ে পরে হাতি! (ভিডিও)

গান না শুনলে ঘুমাতেই চায়না থাইল্যান্ডের চিয়াঙ্গমাইয়ের এলিফ্যান্ট নেচার পার্কের হস্তি শাবকরা। তবে শুরুতে বিষয়টা খুব একটা সহজ ছিল না। হস্তি শাবকদের আয়ত্তে আনতে এখন গানই অস্ত্র হয়ে দাড়িয়েছে।  

সন্তানস্নেহে হাতিদের ঘুম পাড়ান থাইল্যান্ডের সাঙ্গডুয়েন চ্যাইলআর্ট। এমন দৃশ্য খুব একটা দেখা যায়না। থাইল্যান্ডের চিয়াঙ্গ মাইয়ের এই (এলিফ্যান্ট নেচার পার্কে) গেলে দেখা মিলবে এমনই বিরল দৃশ্যের।  

শুরুটা খুব একটা সহজ ছিলনা। বছর ছয়েক আগে এমনই গান গেয়ে হাতিদের আয়ত্তে আনার চেষ্টা করেন সাঙ্গডুয়েন। কিন্তু তাতে একেবারেই সাড়া দেয়নি হাতির দল। এতে হতাশ হননি তিনি। বরং দামাল হাতিদের আয়ত্তে আনতে গানকেই সম্বল করেছিলেন তিনি। কয়েকটা দিন যাওয়ার পর সত্য সত্যই তাতে কাজ হল। একদিন সাঙ্গডুয়েনের গান শুনে দামাল হাতির দল শান্ত হল।  

 

বিডি প্রতিদিন/২২ জুন ২০১৬/হিমেল-১১

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow