Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

প্রকাশ : ২২ জুন, ২০১৬ ২০:১৩
আপডেট :
ডিমের ভেতরে ডিম!
অনলাইন ডেস্ক
ডিমের ভেতরে ডিম!

একটি ডিম ভাঙলে এর ভেতরে একটি হলুদ রঙের কুসুম পাওয়া যায় এটাই স্বাভাবিক। এমনটিই আমরা দেখে আসছি ও জেনে আসছি। কিন্তু কখনো কী দেখেছেন বা ভেবেছেন যে একটি ডিম ভাঙলে তার ভেতরেও আরেকটি ডিম পাওয়া যায়! এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে চীনে। সম্প্রতি কৌতুহলবশে ক্যামেরার সামনে মুরগির একটি ডিম ভাঙেন চীনের এক কৃষক। আশ্চর্যজনকভাবে এর ভেতরে আরেকটি ডিম পান তিনি।

কিনহুয়াংদাউ শহরের ওই কৃষক বলেন, 'সম্প্রতি আমার পালিত মুরগিরগুলোর একটি একজোড়া বড় ডিম পাড়ে। কৌতুহলবশত এর মধ্যে একটির ভেতরে কি আছে তা জানার জন্য সেটি ক্যামেরার সামনে ভাঙার সিদ্ধান্ত নিই। ভেঙে দেখি এর ভেতরে আরেকটি কুসুম ও একটি ডিম।

৬০ বছরের কৃষকজীবনে এই ঘটনা তার জীবনে প্রথম বলেও জানান ওই কৃষক।  

বিডি-প্রতিদিন/২২ জুন ২০১৬/শরীফ

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow