Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২৩ জুন, ২০১৬ ১০:২৪
আপডেট : ২৪ জুন, ২০১৬ ১৬:৪০
ই-ব্রেসলেট!
অনলাইন ডেস্ক
ই-ব্রেসলেট!

হজ ও ওমরাহ করতে আসা পূণ্যার্থীদের নিরাপত্তা বাড়াতে ইলেকট্রনিক-ব্রেসলেটের (ই-ব্রেসলেট) প্রচলন করছে সৌদি সরকার। এই ব্রেসলেটে হজযাত্রীদের নিজ নিজ পাসপোর্ট নাম্বার, ভিসা নাম্বার, ঠিকানা ইত্যাদি জরুরি তথ্য সংরক্ষিত থাকবে। পাশাপাশি যে সংস্থার মাধ্যমে হজ করা হচ্ছে, সেই প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, মক্কা ও মদিনায় তাদের থাকার ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি থাকবে। খবর খালিজ টাইমস ও আরব নিউজের।

সৌদি সরকারের হজবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট এজেন্সির সদস্যরা ব্রেসলেটে সংরক্ষিত তথ্য দেখতে পারবেন। এর মাধ্যমে ব্রেসলেটধারী ব্যক্তির অবস্থান চিহ্নিত করা যাবে। বিশেষ করে দুর্বল, বয়ষ্ক, অসুস্থ ও নারী হজযাত্রীদের মনিটর করে প্রয়োজনে তাদের সহায়তা দেওয়া যাবে।

সৌদি সরকারের ওমরাহবিষয়ক সচিব ইসা মোহাম্মদ রাওয়াহ বলেন, এই ব্রেসলেট চালুর ফলে হজ ও ওমরাহ করতে আসা ব্যক্তিদের আরও বেশি নিরাপত্তা এবং সেবা দেওয়া সম্ভব হবে। সৌদি ও বিভিন্ন দেশের ওমরাহ কোম্পানি ও হজ এসেন্সির সঙ্গে আলোচনা করে এই ই-ব্রেসলেটের ডিজাইন করা হয়েছে।

 
বিডি-প্রতিদিন/২৩ জুন ২০১৬/শরীফ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow