Bangladesh Pratidin

প্রকাশ : ২৪ জুন, ২০১৬ ১১:০২
আপডেট : ২৫ জুন, ২০১৬ ১৩:৩০
৪৬ সদস্যের পরিবারে বিদ্যুৎ বিল সাড়ে ৬ লাখ টাকা!
অনলাইন ডেস্ক
৪৬ সদস্যের পরিবারে বিদ্যুৎ বিল সাড়ে ৬ লাখ টাকা!

তিন মাসে বাড়ির বিদ্যুৎ বিল ৩২ হাজার সৌদি রিয়েল। এ বিল গ্রহণ করে মাথায় হাত উঠেছে এক সৌদি বাবার। আর উঠবেই না বা কেন? বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ কত জানেন? সাড়ে ৬ লাখ টাকারও বেশি। তা এত বেশি বিল কেন? এ কথা শুনে, পাঠকের চোখ কপালে উঠবে এটা নিশ্চিন্তে বলা যায়।

ওই বাবার নাম আলি আল বালউই। তার ঘরে রয়েছে ৪ স্ত্রী ও ৪১ সন্তান। সব মিলিয়ে পরিবারের ৪৬ সদস্যের সম্মিলিত বিদ্যুৎ বিল ৩২ হাজার রিয়েল।

এ বিষয়ে আলি আল বালউই বলেন, 'আমি জানি যে আমার পরিবারটি অনেক বড়। তবে বিদ্যুৎ বিল অতিরিক্ত হয়ে গেছে। আমার মনে হয়, এ নিয়ে কর্তৃপক্ষ ভুল করেছে। ' তার মতে, একক ভোক্তা ভিত্তিতে নয়; বাণিজ্যিক ভিত্তিতে বিলটি করেছে বিদ্যুৎ কোম্পানি। সদ্য দুই তলা ওই বাড়িতে পরিবার নিয়ে উঠেছেন বলেও জানান তিনি।

এমিরেটস ২৪ ঘণ্টার এক প্রতিবেদনে বলা হয়, বালউই সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর বাহার বাসিন্দা। তার ঘরে রয়েছে ৪ স্ত্রী, ২০ ছেলে ও ২১ মেয়ে।


বিডি-প্রতিদিন/২৪ জুন ২০১৬/শরীফ

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow