Bangladesh Pratidin

প্রকাশ : ২৪ জুন, ২০১৬ ১৮:১১
আপডেট : ২৫ জুন, ২০১৬ ১৩:৩০
সড়ক দুর্ঘটনার যে ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক
সড়ক দুর্ঘটনার যে ভিডিও ভাইরাল

তীব্র গতিতে ছুটে চলছিল গাড়িটি। সুপার ফাস্ট হাইওয়ে ধরে দুরন্ত গতিতে চলার সময়ই ঘটে গেল সেই দুর্ঘটনাটি। হঠাৎই রাস্তার মাঝে থাকা ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায় গাড়িটি। বেশ কয়েকবার পল্টিও খায় সেখানে। গাড়ির ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করতে রাস্তার ধার থেকে তখন ছুটে আসছেন অনেকে।  

তবে আশ্চর্যজনক ভাবে এই ভয়াবহ দুর্ঘটনার পরও বেঁচে গেলেন গাড়িটির চালক। জানা যায় গাড়িটি উল্টে যাওয়ার সময় দরজা খুলে ডিভাইডারের ঘাসে ছিটকে পড়েন চালক। আর তাতেই বেঁচে যান তিনি। তবে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটেছে চিনের চংকিং প্রদেশে।

এই দুর্ঘটনার ভিডিওটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। আর তা প্রকাশ্যে আসার পরই এখন ভাইরাল হয়ে গেছে। দেখুন সেই ভিডিওটি--

 


বিডি প্রতিদিন/২৪ জুন ২০১৬/হিমেল-১৪

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow